সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী আসমা শিকদার শিমলার আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপরে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ওই স্কুল কমিটির সভাপতি আবদুর রউফ, অধ্যক্ষ হাসিম উদ্দিন ও সদস্য আনোয়ার মিয়া আসমা শিকদার শিমলাকে অপমান করে মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।
তার মধ্যে ঘটনা দিন মামলার দ্বিতীয় আসামি আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামি সভাপতি আবদুর রউফ ও অধ্যক্ষ হাসিম উদ্দিনকে দ্রুত গ্রেফতার করে মানববন্ধন থেকে শাস্তির দাবি করা হয়।
ওই মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহত আসমা শিকদারের একমাত্র ছেলে রেদওয়ান আহমদ রুহান।
এলাকার প্রবীন মুরব্বি হাজী ধন মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্র বকুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল শিকদার, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী আশিক উদ্দিন, আকরাম খান, বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছামি শিকদার।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি