মিমি, নুসরাতকে শোকজ করলো তৃণমূল

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

মিমি, নুসরাতকে শোকজ করলো তৃণমূল

অনলাইন ডেস্ক
মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান- এই দুই সাংসদকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায় এর নয়াদিল্লির সংসদ বৈঠকে দু’জনে গরহাজির থাকায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷ এর আগে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের জমায়েতে অংশ নেননি নুসরাত – মিমি৷ শোকজ নোটিসে তাও লেখা হচ্ছে৷ উল্লেখযোগ্য, অভিষেক বন্দোপাধ্যায় মঙ্গলবার নয়াদিল্লিতে সাংসদদের বৈঠকে বিজেপির বিরুদ্ধে সংসদে তৃণমূলের কি ভূমিকা হবে তা স্পষ্ট করে দেন৷ বলেন, অন্য রাজ্যে তৃণমূল পক্ষপুট বিস্তার করছে৷ সংসদে আরও সংহত হতে হবে তৃণমূলকে৷ মিমি এবং নুসরাত দুজনেই জানিয়েছেন, তারা তৃণমূলের সব কর্মসূচিতে অংশ নেন ৷ শুধু মঙ্গলবার অন্যত্র ব্যস্ত থাকায় তারা অভিষেক বন্দোপাধ্যায়ের মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি৷ নুসরাত জানান, কদিন আগেও তিনি সংসদে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন৷