স্পর্শিয়ার নতুন অধ্যায়

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

স্পর্শিয়ার নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক:: 

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ। এবারের জন্মদিন তার জন্য বিশেষ। এই বিশেষ হওয়ার কারণ বিয়ে কিংবা প্রেম নয়।

জন্মদিনে ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। শুরু করেছেন টাচড বাই স্পর্শিয়া নামে অনলাইন ভিত্তিক পোশাক বিক্রির প্রতিষ্ঠান। যেখানে পাওয়া যাবে নারীদের পোশাক; পরবর্তীতে যুক্ত হবে জুয়েলারি সামগ্রী।

রাজধানীর অদূরে আশুলিয়ায় কাছের মানুষদের নিয়ে ২৮তম জন্মদিন উদযাপন করছেন স্পর্শিয়া। সেখানে উপস্থিত সাংবাদিকদের অর্চিতা স্পর্শিয়া জানান, আলোকিত শিশু নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। এই সংগঠনের সকল কার্যক্রমে তাকে দেখা যাবে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয়ের ১০ ভাগ এই সংগঠনে দেবেন বলেও জানান তিনি।

প্রেম নিয়ে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও নায়িকা জানিয়েছেন বিয়ের জন্য মায়ের কাছ থেকে দুই বছরের সময় নিয়েছেন তিনি। সেই চেয়ে নেওয়া সময় পরিবর্তন না হলে ৩০ বছর বয়সে গাটছাড়া বাঁধবেন তিনি।

অর্চিতা স্পর্শিয়ার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’ । নতুন সিনেমায় দেখা যাচ্ছে না কেন? স্পর্শিয়ার উত্তর বলেন, আমি তো আগেই কাজ কমিয়ে দিয়েছি। ভাল গল্প পেলে আর সেটা পছন্দ হলেই তবে কাজ করি। বর্তমানে ‘ক্ষমা নেই’ নামে একটি সিনেমার শুটিং করছি, ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি থেকে দুটি সিনেমার শুটিং আছে। আমার কাজ চলছে, কিন্তু রিলিজগুলো আটকে আছে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

যুগান্তর