সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
বিনোদন ডেস্ক::
অনেক যত্নে তিলে তিলে গড়া তোলা সম্পর্ক এবং তাকে জড়িয়ে বেড়ে ওঠা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলে কষ্ট হয়। যা এখনো পদে পদে অনুভব করছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে নাগা চৈতন্য ও সামান্থা আলাদা হয়ে গেছেন।
বিচ্ছেদের পর চুপ থাকায় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থার দিকে বহু অভিযোগের আঙুল ওঠে। এখন এই অভিনেত্রী মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের ব্যথায় কাতর ছিলেন তিনি।
দু’ মাস কেটে যাওয়ার পরেও সে ব্যথা ভুলতে পারেননি সামান্থা। সম্প্রতি এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় এত নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার শক্তি তিনি কোথায় পান। এই প্রশ্নের জবাবে সামান্থা জানিয়েছেন, অনেক বছর ধরে এই শক্তি জোগাড় করেছেন তিনি।
চলতি বছরটা খুব খারাপ কেটেছে সামান্থার। ডিভোর্স, পরকীয়া, গর্ভপাত করানোর মতো অভিযোগে বিদ্ধ করা হয় তাকে।
আর কদিন পরেই নতুন বছর শুরু হবে। কিন্তু তা নিয়ে কোনো উত্তেজনা অবশিষ্ট নেই সামান্থার। তার কথায়, ২০২১ এ আমার ব্যক্তিগত জীবনে যা যা ঘটেছে, আর আমার কোনো প্রত্যাাশা নেই। আমার যত্নে গড়া তোলা সব পরিকল্পনা ভেঙেচুরে গিয়েছে, তাই আমার আর কোনো প্রত্যাশা নেই। ভবিষ্যেৎ আমার জন্য যা ঠিক করে রেখেছে আমি তাই গ্রহণ করব। আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি