সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
খেলা ডেস্ক :: চাচা সাবেক তারকা ইনজামাম-উল-হকের স্বজনপ্রীতির কারণে দলে সুযোগ পেয়েছেন ইমাম, সমালোচকদের মুখে এমন কথা ছিল নিয়মিত।
যে কোনো সিরিজে ইমাম দলে ডাক পেলেই এ কথা শুনতে হতো ইনজামামকে। কারণ তখন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন তিনি।
কিন্তু এখন সেই পদে না থাকার পরেও সেই একই কথা হজম করতে হচ্ছে ইনজামাম ও ইমামকে। বিশেষকের ইংল্যান্ড সফরে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজে ইমাম সুযোগ পাওয়ার পরই সেই একই বিষবাক্য ভাসছে পাক ক্রিকেটাঙ্গনে।
এবার এ বিষয়ে খুব চটেছেন ইনজামাম। এমন নেতিবাচক সমালোচনা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।
যুক্তি দেখিয়ে পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় ইনজামাম বলেছেন, ‘ইমাম জাতীয় দলে ডাক পাওয়ার সময়ই ওকে বলেছিলাম, আমি চাচা হলেও কোনো সুবিধা এনে দেব না, কিন্তু ওর সঙ্গে অবিচারও করব না। সে তার যোগ্যতা দিয়ে দলে টিকে থাকবে।’
সমালোচকদের এক হাত নিয়ে ইনজামাম বলেন, ‘আমি বুঝিনা মানুষ কেন ইমামের পারফর্ম্যান্স দেখছে না। সর্বশেষ ৪০ ওয়ানডেতে অন্য সবার চেয়ে ইমামের রান বেশি। বুঝতে পারছি না এরপরও ওকে নিয়ে এত প্রশ্ন কেন হয়?’
সবশেষে ইনজামাম অনুরোধ জানান, ‘মানুষের উচিত আমার সঙ্গে ওর সম্পর্কের দিকটা না টেনে জাতীয় দলের ক্রিকেটার হিসার ওর পারফর্ম্যান্স বিবেচনা করা।’
উল্লেখ্য, ইনজামামের ব্যাখ্যা মোটেই ফেলে দেয়ার নয়। ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স রয়েছে ইমামের। সেখানে তার গড় ৫৩.৮৪। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১০০০ রানের মালিকও ইমাম। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখন অতোটা সফল নয় ইমাম। টেস্টে তার গড় ২৫.৫২, টি টোয়েন্টিতে ১০.৫০।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি