সূর্যের হাসি ক্লিনিকের নামে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

সূর্যের হাসি ক্লিনিকের নামে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা

সিল-নিউজ-বিডি ডেস্ক :: শুকরিয়া বেগম (ছন্দনাম)। সিলেট নগরের একটি বেসরকারি স্কুলে চাকরি করেন। গত ১০ জুলাই সূর্যের হাসি ক্লিনিকের নামে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তিনি ফরম কিনেন। ফরম ফিলআপ করে প্রজেক্ট অফিসার পদে আবেদন করেন। বিজ্ঞপ্তিতে দেয়া সূর্যের হাসি ক্লিনিকের ঠিকানাতে (১১৩, ওয়ারলেস গেইট, মহাখালি, ঢাকা-১২০৬) আবেদন কপি পাঠান।

সিভি পেয়ে কর্তৃপক্ষ শুকরিয়ার কাছে ৬৫০ টাকা ফি জমার দেওয়ার জন্য বলে। চাকরির আশায় শুকরিয়া তাদের প্রেরিত বিকাশ নাম্বারে (০১৮৭৮৪৩২৮০৫) ওই টাকা দিয়ে দেন। পরে তারা চাকরির কনফারমেশন লেটার দিয়ে আরো ৩ হাজার ৮২০ টাকা চায়। ওই টাকাও বিকাশে লেনদেন করেন শুকরিয়া। পরে চাকরিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করতে আরো ৮ হাজার চাইলে সন্দেহ হয় শুকরিয়ার। তিনি টাকা না দিতে চাইলে সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ চাকরি হবে না বলে জানায়। তখন বিকাশে প্রেরিত টাকা ফেরত চাইলে তারা ফোন কেটে মোবাইল বন্ধ করে দেয়।

এভাবেই সূর্যের হাসি ক্লিনিকের নাম করে প্রতারক চক্রের কাছে প্রতারণার শিকার হন সিলেটের শুকরিয়া। শুধু শুকরিয়া নয়, এভাবে অনেকেই চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করে প্রতারিত হয়েছেন। বেকার যুবক কোথাও চাকরি না পেয়ে ‘চাকরির খবর’ পত্রিকায় চাকরির সন্ধান করেন। অবশেষে প্রতারক চক্রের ফাঁদে পা ফেলে হারিয়েছেন হাজার হাজার টাকা।

শুকরিয়া জানান, যেসব প্রতারকরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে বিজ্ঞপ্তি দিয়ে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে এখনি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার। না হয়, দেশের হাজার হাজার যুবক চাকরির নামে প্রতারিত হবে। আর প্রতারক চক্র চাকরি দেয়ার নাম করে দেশের বেকারদের কোটি কোটি হাতিয়ে নিবে।

এ ব্যাপারে সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বিজ্ঞপ্তির ব্যপারে তারা কিছুই জানেন না।