কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন; সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন; সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলাই নদীর ভোলাগঞ্জ রোপওয়ে এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন বালু ব্যবসায়ীকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস এ সাজা দেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুরে ধলাই নদীর ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন বালু ব্যবসায়ীকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনজনই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন। এসময় তিনটি লিস্টার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও এসিল্যান্ড অনুপমা দাস বলেন, ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) একটি সংরক্ষিত এলাকা। এখান থেকে অবৈধভাবে বালু নেয়ার কারণে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।