ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ সদরের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, ইউনিয়ন ত্রাণ তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্না, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহফুজা খানম, উপজেলা মহিলা অফিসার জেসমিন আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লাকী রানী দে এবং ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।

১৬০ জন পানিবন্দি মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।