জাফলংয়ে সাদ্দাম হত্যা: থানায় মামলা দায়ের

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

জাফলংয়ে সাদ্দাম হত্যা: থানায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক :;

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সাদ্দাম হোসেন হত্যা মামলায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী নছিরা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১২-১৬/০৮/২০২০। সাদ্দাম হত্যার পর থেকেই ঘটনার রহস্য উদঘাটন করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
সাদ্দাম জাফলংয়ের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার ছিলেন।

এদিকে বৃহস্পতিবার এশার নামাজের পর স্থানীয় কালিনগর মসজিদ মাঠে জানাজা শেষে তার মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য: বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাফলং বন বিভাগের গ্রীণ পার্ক এলাকা থেকে ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, জাফলংয়ে সাদ্দাম হোসেন হত্যায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ