সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
অনলাইন ডেস্ক :;
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সাদ্দাম হোসেন হত্যা মামলায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী নছিরা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১২-১৬/০৮/২০২০। সাদ্দাম হত্যার পর থেকেই ঘটনার রহস্য উদঘাটন করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
সাদ্দাম জাফলংয়ের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার ছিলেন।
এদিকে বৃহস্পতিবার এশার নামাজের পর স্থানীয় কালিনগর মসজিদ মাঠে জানাজা শেষে তার মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য: বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাফলং বন বিভাগের গ্রীণ পার্ক এলাকা থেকে ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, জাফলংয়ে সাদ্দাম হোসেন হত্যায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি