নশিওরপুরে কনু মিয়া হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

নশিওরপুরে কনু মিয়া হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

 বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের কনুুুুুুুুুুুুুুুুুুুুুুুু মিয়া হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাসির দাবীতে ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে বৃহত্তর নশিওরপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় নশিওরপুর বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমার ৭নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩নং ওয়ার্ড সদস্য) আহমদ আলী, নশিওরপুর গ্রামবাসীর পক্ষে বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল, চেরাগ আলী, সায়েস্তা মিয়া, বাবরু মিয়া, তখলিছুর রহমান, ডাঃ আব্দুর রহমান, আব্দুস শাহাদাত রুকন, আনহার মিয়া, শফিক মিয়া, হারুনুর রশীদ, ইসলাম মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী জিল্লুর রহমান জিলু, বিশিষ্ট মুরব্বী টুনু মিয়া, নশিওরপুর জাগরনী যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির লায়েক, গহরপুর বøাডফাইটার্স এর সভাপতি আমিনুর রহমান তুহেল, শহিদুল ইসলাম, জাহিদ হাসান, মুস্তাকিন আহমদ, সাইফুল ইসলাম, জুবেল আহমদ, আব্দুল বাছিত, কয়েছ আহমদ, মাহদি আহমদ, সাইফুল্লাহ, মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন দারা, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান শামীম, সদস্য মাছুম আহমদ, বুরহান আহমদ, মওদুদ আহমদ, আল ইহসান যুব সংস্থা নশিওরপুরের পক্ষে মামুনুর রশীদ, জয়দু আহমদ, মাছুম আহমদ, রাজু আহমদ, সায়েম আহমদ, ইমন আহমদ, মুহিবুর রহমান, লাকি আহমদ, আব্দুল আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কনু মিয়া হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও তার শাস্তি গোটা এলাকাবাসীর প্রাণের দাবী। অপরাধীরা যেন কোন অবস্থায় ছাড় না পায়। সে বিষয়ে সকলকে সোচ্চার হতে হবে। এলাকার সর্বস্তরের জনতা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনা পুরো এলাকাকে স্তদ্ধ করে দিয়েছে। বিশেষ করে কনু মিয়ার পরিবারকে ছন্নছাড়া করেছে। বৃদ্ধা মাতা ও স্ত্রীর আহাজারীতে শান্তনা দেওয়ার ভাষা কারো কাছে নেই। তার দুটি অবুঝ সন্তান আজ পিতাকে হারিয়ে প্রশাসনের দিকে চেয়ে আছে। তারাও আজ এলাকাবাসীর সাথে পিতৃহত্যার বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় সংস্দ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর আশু হস্তক্ষেপ কামনা করেছে। নেতৃবৃন্দ অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।