জৈন্তাপুরে টিলা ধ্বস : ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

জৈন্তাপুরে টিলা ধ্বস : ব্যাপক ক্ষয়ক্ষতি

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে টিলা ধ্বসে বসত ঘর ধ্বংস, দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি, শুধুমাত্র মৃত্যুই বাকী ছিল। সরেজমিন ঘুরে দেখা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে ৫নং ফতেপুর ইউপি’র উৎলাপর গ্রামের বাবুল মিয়ার বসতবাড়ীর একটি কাটা টিলার বিরাট অংশ ধসে পড়ে।

গত ১৩ জুলাই দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে টিলা ধসের ঘটনায় একটি বসত ঘরের ধ্বংস হয়। বসত ঘরের সদস্যদের মৃত্যুটাই বাকী ছিল। যদি বাসিন্ধারা প্রাণে রক্ষা পেলেও বসত ঘরের আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ধ্বসের ঘটনার পর হতে পরিবারটির সদস্যরা অন্য এক পরিবারে আশ্রয় নিয়েছে। বসতঘর মেরামত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সহযোগিতা পাওয়ার উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানায় পরিবারের সদস্য বাবুল মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ