জগন্নাথপুর পৌরসভায় আরও তিনজনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

জগন্নাথপুর পৌরসভায় আরও তিনজনের করোনা শনাক্ত

জগন্নাথপুর প্রতিনিধি :;
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৩ জন।