মৌলভীবাজারে আরও ৩৫ জন করোনা শনাক্ত মোট আক্রান্ত ৮১৮ জন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

মৌলভীবাজারে আরও ৩৫ জন করোনা শনাক্ত মোট আক্রান্ত ৮১৮ জন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বৃহস্পতিবারও সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার আরও ৩৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্ত ৯৩ জনের মধ্যে সিলেটে ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। যাদের মধ্যে ৪ জন চিকিৎসকও আছেন। নতুন শনাক্ত ৩৫ জনসহ মৌলভীবাজারে মোট ৮১৮ জন শনাক্ত হয়েছেন।