বিয়ানীবাজার থেকে ১০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

বিয়ানীবাজার থেকে ১০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিল-নিউজ-বিডি ডেস্ক :: সিলেট জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতকাল বৃহ্স্পতিবার (১৬ জুলাই) রাত দশ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন খাসা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৬০) কে গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজার থানার খাসা গ্রামের রহিব আলীর ছেলে।

এসময় তার হেফাজত থেকে ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, সিলেট জেলা কে মাদক মুক্ত করতে সম্প্রতি পুলিশ সুপার মহোদয় বিশেষ পরিকল্পনা প্রনয়ন ও এর বাস্তবায়নে বিশেষ নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি।

এ সংক্রান্ত আরও সংবাদ