সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শয়ে শয়ে। ইতিমধ্যে সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। মারা গেছেন ৭৬ হাজার ৮২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন। এই তথ্য করোনায় প্রাণহানি ও আক্রান্তের হিসাব আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের।
ব্রাজিলে এক মাসেরও কম সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
গত কয়েক সপ্তাহে রোজ ৪০ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, গত ২৭ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ১০ লাখ থেকে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।
পৃথিবীতে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে বহু আগেই।
করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে প্রেসিডেন্ট জইর বোলসোনারোর প্রতি ক্ষোভ বাড়ছে।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০ অঙ্গরাজ্যেই করোনা হানা দিয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি