কুলাউড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রাসেল আহমদ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত যুবক উপজেলার ওই ইউনিয়নের আমতৈল গ্রামের মজমিল আলীর ছেলে।
পারিবারের সূত্রে জানা যায়, রাসেল বুধবার (১৫ জুলাই) রাত ১১ টায় তার নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার ১৬ জুলাই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৩৭,তাং-১৬.০৭.২০২০) করেন। পরে শুক্রবার (১৭ জুলাই) সকালে হাওরের পানিতে তার মৃত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ