নিজস্ব প্রতিবেদক:-দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী আব্দুল হাই প্রকাশিত কামরান হাইর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা যায়, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজী আফসার উদ্দিন মিসলু, শপন মিয়া, কাজী তামিম,জাহাঙ্গীর আলম,এবং চেয়ারম্যান আনোয়ারুল আনু নামক কয়েক টি ফেসবুক আইডি থেকে লন্ডন প্রবাসী আব্দুল হাই মানহানির লক্ষ্যে ও তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁহার ছবি দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর পোষ্ট করে৷ ।
এই আইডি দিয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ব্যক্তিরা কু-রুচিপূর্ণ, অশালীন স্ট্যাটার্স, কমেন্ট ও বিভিন্ন পণ্যের বস্তার ছবি পোষ্ট করে ও আপত্তিকর লেখা দিয়ে তাকেঁ রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিয়া আসছে।
এই ঘটনায় প্রবাসী আব্দুল হাই অনলাইনে গত ৩০ মে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নাম্বার-৯৯৯) দায়ের করেছেন।
এ নিয়ে অপপ্রচারকারীদের কার্যক্রমে তিনি আতঙ্কিত। এ বিষয়ে তিনি বিব্রতকর বলে জিডিতে উল্লেখ করেছেন। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
এই বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম বলেন প্রবাসীর জিডি তদন্ত দিন আছে। তদন্ত শেষে করে দোষীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করব।