বন্ধু এক্সপ্রেস এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

বন্ধু এক্সপ্রেস এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক :; হাওড় বেষ্টিত জনপদ, জল-জোছনার শহর সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু এক্সপ্রেস’- এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সিলেটের স্থানীয় একটি হোটেলের হলরুমে ১৭ জুলাই ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভেই দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুদের অর্থাৎ বন্ধু এক্সপ্রেসের পরিচালকবৃন্দ ও তাঁদের পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং বৈশ্বিক মহামারী করোনাসংকট (কোভিড-১৯) থেকে বাংলাদেশের জনগণ তথা বিশ্ববাসীর উত্তরণের এবং প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যার কবল হতে মুক্তির লক্ষ্যে মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন বন্ধু এক্সপ্রেসের পরিচালক আকিকুর রহমান। কেক কেটে বন্ধু এক্সপ্রেসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বন্ধু এক্সপ্রেস এর পরিচালক খালেদুল হাসান রাসেল, তরুণ কান্তি দাশ হিমাংশু, মোহাম্মদ গোলাম আজাদ, সুদীপ পাল, অসিত কুমার কর, দিগ্বিজয় দত্ত, মামুন রশীদ চৌধুরী জুয়েল, কমলেন্দু দে কমল, আকিকুর রহমান ও বিপুল চন্দ্র তালুকদার।