দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন আমির

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন আমির

স্পোর্টস ডেস্ক :;
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার নিজের সদ্যজাত সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমদের সঙ্গে এখন ইংল্যান্ডেই থাকার কথা ছিল মোহাম্মদ আমিরের। কিন্তু সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আমির।

শুক্রবার টুইটারে দ্বিতীয় কন্যার বাবা হওয়ার খবর নিশ্চিত করার পাশাপাশি সন্তানের নামও জানান মোহাম্মদ আমির। দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখেন জয়া আমির।

এর আগে ২০১৬ সালে নার্জিস খানের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন পাকিস্তানের এ তারকা পেসার। এ দম্পতির ঘরে রয়েছে আরও এক কন্যা সন্তান। বড় কন্যার নাম রাখেন মিনসা আমির।