শামসুদ্দিন হাসপাতালে We Help এর চিকিৎসা সামগ্রী প্রদান

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

শামসুদ্দিন হাসপাতালে We Help এর চিকিৎসা সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক ::

মানবতাবাদী সংগঠন We Help এর সহযোগিতায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই শামসুদ্দিন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুসের কাছে চিকিৎসা সামগ্রী তুলে দেয়া হয়।

এই সংগঠনটির পৃষ্টপোষক লায়ন ইমরান আহমেদের ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তা নাসরিন আহমেদ চৌধুরী, আব্দুল আজিজ শাকিল মার্কিন যুক্তরাজ্য প্রবাসী , নাঈম আহমেদ। লায়ন ইমরান আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিটিশ ও মার্কিন যুক্তরাজ্যের দানশীল ব্যক্তিত্বরা আগামীতে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন covid-19 মহামারী মোকাবেলায়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুস আফসার আজিজ শাকিল,নাজমা আহমদ, ডা. নাজমুস সাকিব,ডাক্তার খালেদ মহিউদ্দিন. ডা. জাকির হোসেন তপু,ডা. রাসেল, ডা.রুহুল ও মোঃমাসুম আহমেদ।