ছাতক থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ছাতক থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ছাতক বাসস্ট্যান্ড এলাকা থেকে
তাকে গ্রেফতার করে।

সে দক্ষিণ সুরমা উপজেলা বরইকান্দি গ্রামের বশির মিয়ার ছেলে মিন্টু (৩৮)। মামলাটি দক্ষিণ সুরমা থানায় তদন্তাধীন হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী জনৈক মিন্টু (৩৮), পিতা- বশির মিয়া, সাং- বরইকান্দি, থানা-দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট ‘কে গ্রেফতার করে। মামলাটি দক্ষিণ সুরমা থানায় তদন্তাধীন হওয়ায় গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ