গোলাপগঞ্জে ৩৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

গোলাপগঞ্জে ৩৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জে ৩৯২ বোতল ফেনসিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার উলাকীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সে জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল গ্রামের আব্দুল হাশিমের ছেলে জাকির আহমেদ (৩৫)।

এসময় তার হেফাযতে রাথা ৩৯২বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন।