সিবলি-স্টোকসের সেঞ্চুরি

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

সিবলি-স্টোকসের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :;
এক জুটিতেই শুরুর ধাক্কা সামলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয়দিনে ওয়েস্ট ইন্ডিজের হতাশা বাড়িয়ে একে একে সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের দুই ব্যাটিং হিরো ডম সিবলি ও বেন স্টোকস।

দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেও প্রথম সেশনে দুইশ’ ছাড়ানো এই জুটি ভাঙতে পারেননি ক্যারিবীয় পেসাররা। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ৩১২ বলে নিজের দ্বিতীয় টেস্ট শতক পূর্ণ করেন সিবলি। গত দেড় যুগে কোনো ইংলিশ ব্যাটসম্যানের মন্থরতম টেস্ট সেঞ্চুরি এটি। সেই তুলনায় দশম সেঞ্চুরির পথে কিছুটা আগ্রাসী ছিলেন

স্টোকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৩৪ ওভারে ৩৬২/৫। স্টোকস ১৬১ ও বার্টলার ৮ রানে ব্যাট করছিলেন।

আগের দিন টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৮১ রানে তিন উইকেট হারিয়ে যখন প্রবল চাপে, তখনই স্টোকসকে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন সিবলি। তাদের ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিন উইকেটে ২০৭ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। ব্যক্তিগত ৬৮ রানে স্লিপে ক্যাচ তুলেও হোল্ডারের সৌজন্যে বেঁচে যাওয়া সিবলি অপরাজিত ছিলেন ৮৬ রানে। অন্য প্রান্তে স্টোকস দ্বিতীয়দিন শুরু করেন ৫৯ রানে। কাল প্রথম সেশনে ২৬ ওভারে ৫৭ রান যোগ করে এই জুটি।

অতি সতর্ক মন্থর ব্যাটিংয়ে লাঞ্চের আগেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন সিবলি। ৮৬ থেকে তিন অঙ্ক ছুঁতেই লেগেছে ৫৯ বল। সবমিলিয়ে ৩১২ বলে সেঞ্চুরি। প্রথম সেশনে রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়া স্টোকস ৯৯ রানে অপরাজিত থেকে লাঞ্চে যান।

দ্বিতীয় সেশনের শুরুতে তিনিও পেয়ে যান ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির দেখা। দিনের ১২তম ওভারে দ্বিতীয় নতুন বল নিয়েও জমে যাওয়া জুটি ভাঙতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।