সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও ৩৩তম টেস্ট অধিনায়ক ব্যারি জারমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে শুক্রবার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান ক্রিকেটার।
তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে টুইট করেছে সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার ড্যারেন লেহম্যান ও এনড্রু ফকনার।
সারাটি জীবন ক্রিকেটের সঙ্গেই ছিলেন ব্যারি জারমান। খেলোয়াড়ি জীবন শেষে প্রায় ৬বছর আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্যারিয়ারে জারমান ছিলেন নির্ভরযোগ্য উইকেটরক্ষক এবং কার্যকরী লোয়ার অর্ডার ব্যাটসম্যান।
১৯৫৯ সালে ২৩ বছর বয়সে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অভিষেক হয় জারমানের। এরপর প্রায় তিন বছরে ছয়টি সিরিজে ২৭ টেস্টে গ্রুটের রিজার্ভ কিপার হিসেবেই থাকতে হয়েছে জারমানকে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পান দ্বিতীয় ম্যাচ খেলার।
ভারতের বিপক্ষেই ফের ১৯৬৭-৬৮ সালের সিরিজ থেকে নিয়মিত খেলার সুযোগ মেলে তার। ১৯৬৯ সালেই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন জারমান।
মাত্র ১৯ টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারেই নিজ দেশকে অস্ট্রেলিয় দলের অধিনায়ক হওয়ার সম্মান পেয়েছেন ব্যারি জারমান।
১৯৬৮ সালের অ্যাশেজে হেডিংলি টেস্টের আগে হঠাৎ নিয়মত অধিনায়ক বিল লরি ইনজুরিতে পড়লে তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন জারমান এবং সেই ম্যাচটি ড্র হয়।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৪৩১ ক্যাচ ও ১২৯ স্ট্যাম্পিং করেছেন জারমান। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫ টেস্ট ও ২৮ ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।
তথ্যসূত্র: ক্রিকবাজ
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি