সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
লাইফস্টাইল ডেস্ক :; করোনা মহামারীর কেন্দ্রস্থলগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করায় হাজারো সংক্রমণ রোধ হয়েছে বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে।
দ্য প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
বিজ্ঞানীরা বলেন, করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মাস্ক পরা।
সমীক্ষায় দেখা গেছে, উত্তর ইতালিতে ৬ এপ্রিল এবং নিউ ইয়র্ক শহরে ১৭ এপ্রিল মাস্ক পরার নিয়ম জারির পর বিশ্বে সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এই দুই এলাকায় সংক্রমণের প্রবণতা কমে যায়।
গবেষকদের হিসেবে মাস্ক পরার কারণে সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
নিউ ইয়র্কে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম কার্যকর হওয়ার পর নতুন সংক্রমণের হার প্রতিদিন ৩ শতাংশ কমে এসেছে।
ইতালি এবং নিউ ইয়র্ক সিটিতে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপের আগে সামাজিক দূরত্ব বজায়, কোয়ারেন্টিন ও আইসোলেশন এবং হাত ধোঁয়া বা স্যানিটাইজ ব্যবহার করার করার নিয়মগুলো কার্যকর ছিল।
তবে শুধুমাত্র সরাসরি যোগাযোগের জন্য মুখ ঢেকে রাখা জরুরি ছিলো। যা বায়ুবাহিত সংক্রমণ রোধ করতে সহায়তা করে।
গবেষকরা জানান, ভাইরাস বহনকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা মুখের আচ্ছাদনের কারণে বাতাসে ছড়াতে পারে না। ফলে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি