মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান বালু অবৈধভাবে পরিবহন ও উত্তোলন করার দায়ে আম্বর আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আম্বর আলী বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান জানান, মাধবপুরে বালু মহলের কোন ইজারাদার নাই, তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।