অনুমতি ছাড়া পরিবারের সঙ্গে দেখা, ১৫ হাজার ডলার জরিমানা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

অনুমতি ছাড়া পরিবারের সঙ্গে দেখা, ১৫ হাজার ডলার জরিমানা

স্পোর্টস ডেস্ক :
নিজের ভুলেই বিপদে পড়লেন জোফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে খেলে ম্যানচেষ্টারে যাওয়ার পথে টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার অপরাধে প্রায় ১৫ হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে আর্চারকে।

শুধু তাই নয়, ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গ করলে বড় ধরনের শাস্তি হবে ২৫ বছর বয়সী এ তরুণের। তাকে লিখিতভাবে সতর্ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত সোমবার সাউদাম্পটন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলে দ্বিতীয় টেস্টের জন্য ম্যানচেস্টারে যাওয়ার পথে হোভে তার নিজের বাড়িতে গিয়েছিলেন জোফরা। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে তিন ম্যাচ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেয় ইসিবি।

নিজের ভুলের জন্য আর্চার দুঃখ প্রকাশ করায় তাকে জরিমানা করার পাশাপাশি লিখিতভাবে সতর্ক করে সিরিজের তৃতীয় টেস্টে খেলার অনুমতি দিয়েছে ইসিবি। তবে সিরিজের শেষ টেস্টে খেলার আগে তাকে আবারও করোনা টেস্ট করাতে হবে। করোনা পরীক্ষায় নেতিবাচক প্রমাণিত হলেই শেষ টেস্টে খেলার সুযোগ পাবেন আর্চার।

করোনার এই কঠিন সময়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামার আগ থেকেই ইংল্যান্ড এবং ক্যারিবীয় দলের ক্রিকেটারদের হোম কোয়ারিন্টিনে রাখা হয়। যাতে করে মহামারী ভাইরাস কারো শরীর থেকে অন্যের শরীরে সংক্রমিত হতে না পারে। ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ থেকে ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টকে নিরাপদ রাখতেই আইসিসির নির্দেশনা মেনে বড়তি সতর্কতা অবলম্বন করে উভয় দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বড় ঝামেলায় পড়েছেন আর্চার।