নাসিম শাহর গতিতে বিধ্বস্ত বাবর আজমরা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

নাসিম শাহর গতিতে বিধ্বস্ত বাবর আজমরা

স্পোর্টস ডেস্ক :;
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে চারদিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি পাকিস্তানের ক্রিকেটাররা। প্রস্তুতি জোরদারের ম্যাচে নাসিম শাহর গতিতে বিপর্যস্ত বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পিসিবি হোয়াইট দল।

শুক্রবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ডের ডার্বিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন পিসিবি সাদা দলের অধিনায়ক বাবর আজম। প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা।

শনিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আগের দিনের সঙ্গে আর মাত্র ১৮ রান যোগ করতেই অলআউট হয়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
নাসিম শাহর গতির মুখে পড়ে প্রথম ইনিংসে ৯৪ ওভারে ২৪৯ রানে গুটিয়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হোয়াইট দল।

দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজোয়ান। এ ছাড়া ৪২ ও ৪১ রান করে আউট হন দুই ওপেনার শান মাসুদ ও ইমাম-উল-হক।

পিসিবি সবুজ দলের হয়ে তরুণ পেসার নাসিম শাহ ১৮ ওভারে ৫৫ রান খরচ করে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। তার গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক, হায়দার আলী, শাদাব খান,কাশফি ভাট্টি ও উসমান সেনোয়ারি। এ ছাড়া তিন উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস, দুই উইকেট নেন ইয়াসির শাহ।