সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।
গত ১০ বছর ধরে এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সামান্থা দোদানবেলা। গত ১৪ জুলাই ক্লাবটির বার্ষিক সাধারণ সভায় জয়াবর্ধনেকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এসএসসির কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মাহিন্দা হালানগোডে জানান, দীর্ঘদিন ধরেই সামান্থা দোদানবেলা দায়িত্ব পালন করে আসাছিলেন। তবে মঙ্গলবার আমাদের ক্রিকেট কমিটির বার্ষিক সাধারণ সভায় তিনি স্বেচ্ছায় চেয়রম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই মাহেলাকে সেই চেয়ারে বসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরও বলেছেন, মাহেলা ইতিমধ্যে ক্রিকেট কমিটিতে ছিলেন এবং এই পদের জন্য মাহেলার বিপরীতে কোনো প্রতিযোগী ছিলেন না। তার মেয়াদ এক বছরের জন্য হলেও কয়েক বছর অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল দলটি হল সিংহলিজ ক্রিকেট ক্লাব (এসএসসি)। এই ক্লাবটি ৩২ বার প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে।
এই ক্লাব থেকেই প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রীলংকান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ১২০ বছরের পুরনো এই ক্লাবের আজীবন সদস্যও মাহেলা। শ্রীলংকার বিশ্বকাপ জয়ী অধিনায়খ অর্জুনা রানাতুঙ্গও এসএসসির কার্যনির্বাহী কমিটির সদস্য।
মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকার হয়ে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৩টি সেঞ্চুরির সাহায্য ২৫ হাজার ৯৫৭ রান সংগ্রহ করেছেন। রান সংগ্রহের দিক থেকে শ্রীলংকান ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় মাহেলা। লংকান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন কুমার সাঙ্গাকারা। তিনি ৫৮৭ ম্যাচে ৬৩টি সেঞ্চুরি সাহায্যে ২৭ হাজার ৭২৭ রান সংগ্রহ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি