ওসমানীর ল্যাবে ৬৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ওসমানীর ল্যাবে ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:;

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) কলেজের ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার ২৩ জন, মৌলভীবাজার জেলার ২৮ জন এবং সিলেট জেলার ১৫ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫৯৪ জন। এরমধ্যে করোনাভাইরাস জয় করেছেন সিলেট বিভাগের ২৫৫৬ জন আর মারা গেছেন ১১৬ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ