সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১
জাতীয় নিউজ :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এ স্বর্ণ জব্দ করা হয়েছে ঢাকা কাস্টমস হাউস।
আজ বুধবার ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দু’টি হাতুড়ির মধ্যে বিশেষ কায়দায় রাখা স্বর্ণগুলো জব্দের পাশাপাশি বিমানের এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গ্রেফতার ব্যক্তির নাম আতাউর রহমান। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইন ও ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ের সময় তার সঙ্গে থাকা কার্টন জাতীয় ব্যাগের ভেতর দু’টি বড় হাতুড়ির মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হাতুড়ি কেটে ৪৪টি সোনার বার এবং তার প্যান্টের ভেতর থেকে পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি