হাসপাতালে নেয়ার আগেই মারা গেলেন সাংবাদিক মহসীন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

হাসপাতালে নেয়ার আগেই মারা গেলেন সাংবাদিক মহসীন

অনলাইন ডেস্ক :;

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহসীন হোসেন বাবলু হৃদরোগে আক্রান্ত হন। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পাদক মহসীন হোসেন বাবলু শহরের রসুলপুর মেহেদিবাগের বাসিন্দা। তিনি ওই এলাকার মনসুর আলির ছেলে।

তার স্ত্রী মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র নার্স। তিনি দুই মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহসীন হোসেন বাবলুর ভাগ্নে সুমন জানিয়েছেন, মামার গায়ে সামান্য জ্বর ছিল। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগের চিকিৎসা নিচ্ছিলেন। তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিতে নিতেই মারা যান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, মহসীন হোসেন বাবলুর মৃত্যুপরবর্তী করোনার নমুনা সংগ্রহ করা হবে।

মহসীন হোসেন বাবলুর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।