বৃষ্টি দেখতে দেখতে যে অনন্য রেকর্ড গড়লেন এই ক্যারিবীর ক্রিকেটার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

বৃষ্টি দেখতে দেখতে যে অনন্য রেকর্ড গড়লেন এই ক্যারিবীর ক্রিকেটার

অনলাইন ডেস্ক :;

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্টে অনন্য রেকর্ড গড়েছেন ক্যারিবীয় বোলার আলজেরি জোসেফ।

নাইটওয়াচম্যান হিসাবে খেলতে নেমে টেস্টের পুরো একদিন কাটিয়ে দিয়েছেন তিনি। এমন রেকর্ড আর আছে কী? প্রশ্নটা ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিখেছে– ‘শেষ কবে দেখেছেন, সারাদিনের খেলা শেষে নাইটওয়াচম্যান নটআউট রয়েছে?’

বিশেষজ্ঞ ব্যাটসম্যান না হয়েও জোসেফ কীভাবে গড়লেন এমন কীর্তি! আসেল জোসেফের এই অসাধ্য সাধনে পুরো কৃতিত্বই বৃষ্টির।

কারণ টেস্টের দ্বিতীয় দিনের শেষ ৫ ওভার বাকি থাকতে জন ক্যাম্পবেল আউট হলে নাইটওয়াচম্যান হিসাবে নামেন আলজেরি জোসেফ।

শেষ বিকালের সেই কম আলোতে ১৮ বলে ১ বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

কিন্তু তৃতীয় দিন আর মাঠেই নামতে পারেননি জোসেফ। একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে স্টোকসদের কোনো বলই মোকাবেলা না করে সারাদিন নটআউট থেকেছেন এই নাইটওয়াচম্যান।

আর ড্রেসিংরুমে বৃষ্টি পড়ার টাপুরটুপুর শব্দ শুনেই গড়ে ফেললেন অনন্য এই কীর্তি।

সে জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জোসেফের এ রেকর্ড নিয়ে ঠাট্টা মজেছে। তারা টুইট করেছে– ‘শেষ কবে দেখেছেন, সারাদিনের খেলা শেষে নাইটওয়াচম্যান নটআউট রয়েছে? শাবাশ আলজেরি!’

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো, টুইটার