সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
অনলাইন ডেস্ক :;
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্টে অনন্য রেকর্ড গড়েছেন ক্যারিবীয় বোলার আলজেরি জোসেফ।
নাইটওয়াচম্যান হিসাবে খেলতে নেমে টেস্টের পুরো একদিন কাটিয়ে দিয়েছেন তিনি। এমন রেকর্ড আর আছে কী? প্রশ্নটা ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিখেছে– ‘শেষ কবে দেখেছেন, সারাদিনের খেলা শেষে নাইটওয়াচম্যান নটআউট রয়েছে?’
বিশেষজ্ঞ ব্যাটসম্যান না হয়েও জোসেফ কীভাবে গড়লেন এমন কীর্তি! আসেল জোসেফের এই অসাধ্য সাধনে পুরো কৃতিত্বই বৃষ্টির।
কারণ টেস্টের দ্বিতীয় দিনের শেষ ৫ ওভার বাকি থাকতে জন ক্যাম্পবেল আউট হলে নাইটওয়াচম্যান হিসাবে নামেন আলজেরি জোসেফ।
শেষ বিকালের সেই কম আলোতে ১৮ বলে ১ বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
কিন্তু তৃতীয় দিন আর মাঠেই নামতে পারেননি জোসেফ। একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে স্টোকসদের কোনো বলই মোকাবেলা না করে সারাদিন নটআউট থেকেছেন এই নাইটওয়াচম্যান।
আর ড্রেসিংরুমে বৃষ্টি পড়ার টাপুরটুপুর শব্দ শুনেই গড়ে ফেললেন অনন্য এই কীর্তি।
সে জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জোসেফের এ রেকর্ড নিয়ে ঠাট্টা মজেছে। তারা টুইট করেছে– ‘শেষ কবে দেখেছেন, সারাদিনের খেলা শেষে নাইটওয়াচম্যান নটআউট রয়েছে? শাবাশ আলজেরি!’
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো, টুইটার
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি