গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো – উপজেলার ফুলবাড়ি ইউপির এওলাটিকর গ্রামের মঈন উদ্দিনের ছেলে মুহিবুর রহমান জাফরুল ও হাবিবুর রহমান কাবুল।

পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার এসআই জুনেদ আহমদ এর নেতৃত্বে এএসআই মোঃ ইউসুফ আলীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফরুলের বিরুদ্ধে দায়রা জজ আদালত ও শাহপরাণ থানায় দুটি মামলা ও কাবুলের বিরুদ্ধে শাহপরান ও দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ