ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ হাজার আক্রান্তের রেকর্ড

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ হাজার আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক :;

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ দিনকে দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড প্রায় ৩৯ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটিই ভারতে সর্বোচ্চ কোভিড- ১৯ এ আক্রান্তের সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৯০২ জন।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ২৬ হাজার ৮১৬ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১১ হাজার ৫৯৬ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৫৯৭ জনের। তামিলনাডুতে করোনা প্রাণ কেড়েছে দু’হাজার ৪০৩ জনের। গুজরাটে ২১২২ জনের।
আক্রান্তের সংখ্যায় ভারত পৃথিবীতে তৃতীয়। এর আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। বিশেষজ্ঞরা বলছেন করোনার চূড়ান্ত পর্যায় এখনও শুরু হয়নি ভারতে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, অবস্থার উন্নতি হওয়ায় এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে ভারত লকডাউন তুলে নেওয়ার দ্বিতীয় ধাপে থাকলেও কোভিড -১৯ সংক্রমিত এলাকার ভেতরে বিধিনিষেধ জারি থাকবে। ভারত থেকে বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইটসমূহ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
গত দুদিন রোজ দেশটিতে নতুন সংক্রমণ ৩৫ হাজারের কাছাকাছি ছিল।