করোনা: পাকিস্তানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রের্কড

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

করোনা: পাকিস্তানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রের্কড

সিল-নিউজ-বিডি ডেস্ক :: পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৪৭২ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। যা দেশটিতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রের্কড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ৮৮ জন।

শনিবার দেশটির স্বাস্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে গত একদিনে নতুন করে আরও ৬ হাজার ৪৭২ জন নভেল করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৮ জন। এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ৫৫১জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ৫৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৭৯ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত মোট আক্রান্তের শীর্ষ অবস্থানে রয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে ৫০ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিন্ধ প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ২৫৬ জন। খাইবার পাখতুন প্রদেশে ১৬ হাজার ৪১৫ জন, বেলুচিস্তানে ৭ হাজার ৮৬৬ জন, রাজধানী ইসলামাবাদে ৭ হাজার ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গিলগিট-বালতিস্তানে ১ হাজার ৪৪ জন এবং আজাদ কাশ্মীরে ৫৭৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ