মিতু হত্যা : নিজের মামলায় এবার বাবুলকে গ্রেফতার দেখানোর আবেদন

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

মিতু হত্যা : নিজের মামলায় এবার বাবুলকে গ্রেফতার দেখানোর আবেদন

সিলনিউজ ডেস্ক:: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় বাবুল আকতারের বাদী হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত আগামী ৯ জানুয়ারি অভিযুক্তের উপস্থিতিতে মামলার শুনানির দিন ধার্য করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘স্ত্রী খুনের সাথে বাবুল আকতারের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ জন্য নিয়ম অনুযায়ী তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আদালত আগামী ৯ জানুয়ারি আবেদনের শুনানির দিন ধার্য্য করেছেন।’
২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআই’র তদন্তে এ খুনের সাথে বাবুল আকতারের সংশ্লিষ্টতার পাওয়ার দাবি করে। তাই পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর মিতু’র বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নতুন করে মামলা দায়ের করেন। যাতে আসামি করা হয় বাবুল আকতারসহ আট জনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন।
পিবিআই’র চুড়ান্ত প্রতিবেদনের আপত্তি জানিয়ে ১৪ অক্টোবর আইনজীবীর মাধ্যমে আবেদন করেন বাবুল। ২৭ অক্টোবর নারাজির আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে ৩ নভেম্বর বাবুল আকতারের দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন এবং বাবুল আকতারের নারাজি আবেদন খারিজ করে দেন আদালত।

বিডি প্রতিদিন

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ