সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন।
গতকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের শয়তানখালী হাওরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় সপরিবার নিয়ে নৌকাযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর থেকে জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের শয়তানখালী হাওরে গেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন নৌকা নিয়ে এসে ওই পরিবারের ৪ জনকে উদ্ধার করতে পারলেও ২ জন নিখোঁজ হয়। সূত্রে আরো জানা যায়, নিখোঁজ হওয়া ব্যাক্তিরা ধর্মপাশা উপজেলা সদরের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা সামাল মিয়া (২৫) ও তার মেয়ে তানজিনা (৩)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ দমকল বাহিনীর সাথে দফায় দফায় কথা হলে তারা জানান নেত্রকোনার কলমাকান্দায় এধরণের আরেকটি ঘটনায় সেখানে কাজ করছে। ওই কাজ শেষ করেই ডুবুরি দল এখানে আসে উদ্ধার কাজ চালাবে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকেই স্থানীয়দের পাশাপাশি পুলিশ উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি