সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুনবস্তিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন বস্তি এলাকার ময়না মিয়ার ছেলে জুবায়ের মিয়া (৮) এর সাথে বাড়ির পাশে খেলা করছিল ওয়াহিদ মিয়ার ছেলে আবু সুফিয়ান (১১)। এতে খেলাকে নিয়ে উভয় শিশুর মধ্যে মারামরি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৩জন আহত হয়।
আহতরা হলেন- মকবুল মিয়া (৬০), রুজিনা বেগম (২৫), মিলাদ মিয়া (৮), জাকারিয়া মিয়া (২৪), হানিফ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (২৮), ওয়াহিদ মিয়া (৪৩), লাল উদ্দিন (৩২), শাহানা বেগম (৩৫), আফরিতা বেগম (২৬), মিজান মিয়া (৩৩), সেবিনা বেগম (২৫), জাহিরুল বেগম (৫০)।
তাৎক্ষণিক আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজিনা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম জানান, পুলিশ দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি তবে এখনও কোনো পক্ষ মামলা করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি