সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। এরপর থেকেই প্রশ্ন উঠছে জো রুটের নেতৃত্ব ঘিরে। রুটকে অধিনায়ক থেকে ইস্তফা দিতে বলেছেন অনেকেই। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য সে সব নিয়ে ভাবছেন না।
তিনি জানালেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তার কথায়, ‘এই সফরের পরেও আমার ক্রিকেট জীবন রয়েছে। এখনই এ নিয়ে মন্তব্য করে দলের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে চাই না। নিজের শক্তিও খরচ করতে চাই না। বাকি যে দুটি ম্যাচ আছে, সেখানে নিজের সেরাটা দিতে চাই।’
রুট যোগ করেছেন, গোটা দল চায় যেন আমি ভাল খেলি। ওদের ভাল রান উপহার দেওয়া বাকি রয়েছে আমার। তাই বাকি দুটি ম্যাচে আমরা যে রকম চাই, সে রকমই ফলাফলই যাতে হয় সেই চেষ্টা করব।
ইংল্যান্ড শিবির কোভিডে বিপর্যস্ত। কোচ ক্রিস সিলভারউড-সহ একাধিক সদস্য সিডনি টেস্টে থাকবেন না। রুটের মতে, এটাই সেরা সময় দলের ঐক্যবদ্ধ হয়ে ওঠার। বলেছেন, ‘আমাদের কাছে কাজটা কঠিন। একইসঙ্গে দল হিসেবে নিজেদের সংহতি দেখানোর একটা সুযোগও রয়েছে। একে অপরকে সাহায্য করতে পারলে যে ফল চাই সেটাই অর্জন করতে পারব।’
সাকিব আহমেদ / ০৩ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি