সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: ময়মনসিংহের ফুলপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ বিভিন্ন পদে ৫৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
১০ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থী ছনধরা ইউনিয়নে ৪ জন, রামভদ্রপুর ইউনিয়নে ৫ জন, ভাইটকান্দি ইউনিয়নে ৬ জন, সিংহেশ্বর ইউনিয়নে ৫ জন, ফুলপুর সদর ইউনিয়নে ৬ জন, পয়ারী ইউনিয়নে ৭ জন, রহিমগঞ্জ ইউনিয়নে ৪ জন, রূপসী ইউনিয়নে ৬ জন, বালিয়া ইউনিয়নে ৬ জন ও বওলা ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিসসূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০-১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। এছাড়া প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ৩১ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সাকিব আহমেদ /০৩ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি