সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক ::
মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। ভারতে সম্প্রতি নারীদের বিয়ের বয়স ২১ করা হয়েছে। বাংলাদেশেও এটা কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে শুধুমাত্র নারী ও শিশু সংক্রান্ত মামলার সংখ্যা প্রায় ১৯ হাজার। বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে গেল বছর ৬০২টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সহিংসতা পরবর্তীতে স্বামী ও স্বামীর পরিবারের দ্বারা হত্যার শিকার হন ২৮৫ জন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী। তিনি বলেন, মহামারী করোনার কারণে অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে এক ধরনের চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের সবাইকে। এর ফলে সমাজে ও পরিবারে অসহিষ্ণুতা বেড়ে গেছে।
সালমা আলী আরও বলেন, করোনাকালীন এই মহামারীর সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা অর্থাৎ ধর্ষণ, তালাক, পারিবারিক সহিংসতা, যৌন নির্যাতন, বাল্যবিয়ে, পাচার, অপহরণ ও যৌতুকের জন্য চাপ প্রদান ক্রমাগত বেড়েই চলেছে। ফলে নারীর প্রতি সহিংসতার শীর্ষস্থানীয় দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চার দশকেরও বেশি সময় সমাজের নির্যাতিত, বঞ্চিত এবং সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা দিয়ে আসছে। মহামারীর মধ্যেও আমাদের আইনজীবী সদস্যবৃন্দগণ সারাদেশের আনাচে-কানাচে সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে বলেও এসময় তিনি জানান।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি