সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
স্পোর্টস ডেস্ক :: হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছর শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে উলবারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে ১-০ গোলে হেরে গেছে রোনালদোর দল। আর এতেই ১৯৮০ সালের পর প্রায় ৪১ বছর পর এই মাঠে জয়ের দেখা পেল উলভস।
গতকাল সোমবার রাতে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল ইউনাইটেড। একের পর এক সুযোগ হারানো, বাজে পাস- সবমিলিয়ে প্রথমার্ধে চেনাই যায়নি রালফ রাংনিকের দলকে।
অপরদিকে দারুণ সব আক্রমণ সাজিয়ে কয়েকবার গোলপোস্টের খুব কাছ থেকে ফিরে আসে উলভস। দাভিদ দে হেয়ার দৃঢ়তায় প্রথমার্ধে রক্ষা পায় ইউনাইটেড। কিন্তু ৮২তম মিনিটে জোয়াও মৌতিনিয়োর গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। আদামা ত্রাওরের ক্রস থেকে বল পেয়ে হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
এরপর আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের। এদিকে ১৯ ম্যাচে নয় জয় ও ছয় হারে ম্যানচেস্টার ইউনাইটেড ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই উলভারহ্যাম্পটন। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
সাকিব আহমেদ /০৪ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি