ছিনতাইয়ের শিকার নারী এসআই, আরো ২জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ছিনতাইয়ের শিকার নারী এসআই, আরো ২জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কাজলশাহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেইটে নারী এসআই সাবিকুন নাহার গত ১৫ জুলাই ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় আজ রোববার (১৯ জুলাই) বাগবাড়িতে অভিযান চালিয়ে আরো ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

তারা হলেন, এসএমপির জালালাবাদ থানার গোয়াবাড়ি হুসারপাড়া গ্রামের মোছাব্বির আহমদের পুত্র সাব্বির আহমদ (২৬) ও নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রানিগাঁয়ের মজনু মিয়ার পুত্র রাজ আহমদ ফয়ছল (২০)।

এর আগে ১৫ জুলাই ও ১৬ জুলাই আরো ৪ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার পাঠাবুকা গ্রামের মো. আফাজ্জল হোসেনের পুত্র আকিনুর ইসলাম আকিন (১৯), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের শামীম আহমদের পুত্র নাঈম আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের শত্র“মর্ধন গ্রামের রনজিত পালের পুত্র রনি পাল, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার খয়ারপুর গ্রামের মৃত মনফর আলীর পুত্র শফিকুল ইসলাম। তারা প্রত্যেকেই নগরীর বিভিন্ন এলাকায় থাকতো।