সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: নুরুল হক নুর বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠিত হয়। ছাত্রলীগের জন্মদিনে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আজ দুপুরে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্রনেতা নুরুল হক নুরের কাছে।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমরা যদি ষাটের দশক, সত্তরের দশকের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের পক্ষে বিভিন্ন কর্মসূচি দেখি, সেটা ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলন; এসব আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ আছে, অবদান আছে। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ আসলে সেই অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছে। বিশেষ করে বর্তমান ছাত্রলীগের নাম আসলেই নাম আসে ‘টেন্ডারবাজি’, ‘চাঁদাবাজি’, ‘মাদকবাণিজ্য’, ‘বিশ্ববিদ্যালয়গুলিতে দখলদারি’, ‘হল দখল’, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতন’, ‘নিপীড়ন’; ছাত্রলীগের নামের সাথে এ বিষয়গুলো চলে আসে।’
নুর আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ, বা তিনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন… যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোেতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, মানুষের পাশে থাকা… বঙ্গবন্ধুর যে চরিত্র ছিল; সবসময় শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করা। কিন্তু ১৯৭৫ সালের পর, বঙ্গবন্ধুর মূল দল আওয়ামী লীগ যেমন সে অবস্থান থেকে অনেক দূর সরে গেছে, ছাত্রলীগ একেবারেইও তার মূল আদর্শের আশে পাশেও নেই। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা থাকবে, ছাত্রলীগ তার অতীতের গৌরবোজ্জ্বল ধারায় ফিরে আসুক। বর্তমান ছাত্রলীগের সাথে যে ‘দুর্বৃত্ত’ শব্দটি জুড়ে গেছে, এটা তাদের কাজকর্মের মাধ্যমে ঘুছে যাক।’
সাকিব আহমেদ /০৪ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি