সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: বর্ণাঢ্য কর্মজীবনের আলোচনা এবং দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হলো বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম কাঞ্চন মুন্সীর ৭৩তম মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার সকাল ১১ টায় এ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠে স্মরণসভার আয়োজন করা হয়। কাঞ্চন একাডেমি এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
সভায় কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে মরহুম কাঞ্চন মুন্সীর বর্ণাঢ্য কর্মজীবনের নানাদিক তুলে ধরেন আলোচকরা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘মরহুম কাঞ্চন মুন্সী এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন এই কাঞ্চন একাডেমি। যা এখনো আলফাডাঙ্গা উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বলে আজ আমরা এখানে বসে তাকে স্মরণ করতে পারছি। কাঞ্চন মুন্সী একাডেমিতে পড়াশোনা করেছেন এমন শিক্ষার্থীদের অনেকেই সরকারের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছেন।’
গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ইনামুল হাসান বলেন, ‘কাঞ্চন মুন্সীর একক উদ্যোগ, চেষ্টা আর সদিচ্ছায় অন্ধকার থেকে শিক্ষা, সংস্কৃতিসহ সবক্ষেত্রে আলোকিত হয়েছে একটি অঞ্চল। কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠা করে গোটা আলফাডাঙ্গা থানায় সর্বপ্রথম তিনিই শিক্ষার বাতি জ্বালিয়েছিলেন।’
কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলম লিটন বলেন, ‘শুধু কাঞ্চন একাডেমি নয়, প্রাথমিক বিদ্যালয়ও তিনি স্থাপন করেছেন। এছাড়া ঈদগাহ, হাসপাতাল ও কবরস্থান স্থাপন করে মানুষের মধ্যে তিনি চিরঅমর হয়ে আছেন।’
বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া বলেন, ‘মরহুম কাঞ্চন মুন্সী কর্মস্থল কলকাতা থেকে জাহাজে করে গ্রামে আসতেন। জাহাজ থেকে নামার আগে শত শত মানুষ তার জন্য অপেক্ষা করতো। কার কী প্রয়োজন সব তিনি শুনতেন। আর্থিক সাহায্য সহযোগিতার পাশাপাশি বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানেরও সুযোগ করে দিতেন।’
কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক ও বেগম শাহানারা একাডেমীর অধ্যক্ষ বাবু অমর কুমার দাস বলেন, ‘তিনি সুদূর কলকাতা বসে আলফাডাঙ্গাবাসীর কথা ভাবতেন। কীভাবে এলাকার উন্নয়ন করা যায় এই চিন্তা করতেন। জীবনভর তিনি মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন। মানুষকে আলোকিত করেছেন। তিনি এই গ্রামে জন্মেছিলেন বলেই পাশ্ববর্তী অনেক গ্রামের আগে এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছিল।’
সভায় আরও বক্তব্য দেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের প্রভাষক এইউ হায়দার চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাওসার প্রামাণিক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল বাতেন মিয়া, কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক তাজিকুর রহমান, আবিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাছির উদ্দীন মিয়া ও হাফেজ ওয়াহিদুজ্জামান।
এসময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, গোপালপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাঞ্চন মুন্সী ১৯৪৯ সালের ৪ জানুয়ারি ইন্তেকাল করেন। তার নামে প্রতিষ্ঠিত কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি কাঞ্চন মুন্সীর প্রপৌত্র। ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক দোলন কামার গ্রাম কাঞ্চন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি।
সাকিব আহমেদ /০৪ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি