সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বেশ কয়েক দিন থেকে হিমেল হাওয়া ও তীব্র শীতে গোটা মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলা জুড়ে বইছে মৃদৃ শৈত প্রবাহ। লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছেননা। বিশেষ করে সকাল ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন ছিন্নমূল মানুষ। বিকেল থেকে ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভুগান্তিতে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, মৌলভীবাজার জেলার উপর দিয়ে কয়েকদিন ধরে মৃদু শৈত প্রবাহ বইছে। মঙ্গলবার(৪ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঠাণ্ডাজনিত রোগে প্রতিদিন জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে শিশু ও বয়স্কদের ভর্তি করতে হচ্ছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন বাড়ছে। নি¤œ আয়ের লোকজন তীব্র শীতে চরম কষ্টে দিনাতিপাত করছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা (শীত বস্ত্র) বিতরণ কম থাকায় শীতে কষ্ট পাচ্ছেন চা বাগানের শ্রমিক ও হাওরপাড়ের মানুষসহ ছিন্নমূল মানুষ।
এবিএ/০৪ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি