করোনার ভূয়া সার্টিফিকেট প্রদান: ডা. আলমের ৪ মাসের জেল, ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

করোনার ভূয়া সার্টিফিকেট প্রদান: ডা. আলমের ৪ মাসের জেল, ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ভূয়া করোনা সার্টিফিকেট দেওয়া ডা. এএইচএম শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

আজ ১৯ জুলাই, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. আলমের চেম্বার সিলেট নগরের মধুশহীদস্থ মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নীচ তলায় হানা দেয় র‌্যাবের একটি টিম। র‌্যাব ডা. আলমের সকল কাগজপত্র তল­াশী করেন। তল্লাশী শেষে র‌্যাব-৯ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। তিনি জানান, ডা. আলমকে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন। পরে তাকে ৪ মাসের জেল ও ১লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের জেল দেয়া হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, ডা. শাহ আলম বিদেশযাত্রীদের প্রতারণা করে করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাছাড়া গত ১৪ জুলাই থেকে তিনি করোনা আক্রান্ত হয়েও রীতিমতো চেম্বার করছেন। এছাড়াও ডা. আলম সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে যে পদ ব্যবহার করতে তা ভুয়া বলেও স্বীকার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ