সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
বিনোদন ডেস্ক :: বিয়ের এক মাসের কিছু বেশি সময় পার হতেই ভাঙনের সুর গায়ক ইলিয়াস ও মডেল-অভিনেত্রী হুমায়রা শাহ সুবাহের ।
শুধু সুরই নয়; রীতিমতো সংবাদসম্মেলন ডেকে কেঁদে কেঁদে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি। এমনকি ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন সুবাহ ।
এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। ইলিয়াস কেন তাকে বিয়ে করলেন বা তিনি-ই বা কেন এ সঙ্গীতশিল্পীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন সে প্রশ্নে সুবাহ বলেন, ‘ইলিয়াস তিন কারণে আমায় বিয়ে করেছে’।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সুবাহ বলেন, ‘প্রথম, ইলিয়াস ২০২৩ সালে আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। চাচ্ছিল আমার পরিচিতিটাকে কাজে লাগাতে। দ্বিতীয়ত, সে মনে করেছিল আমার অনেক টাকা। আর তৃতীয় কারণ, সে চেয়েছিল আমাকে ভোগ করতে। সেটা সে এর আগেও অনেক মেয়ের সঙ্গে করেছে।’
এ তিন কারণেই ইলিয়াস তাকে বিয়ে করেছে বলে দাবি করেন সুবাহ।
ইলিয়াসের বিরুদ্ধে এমন সব মন্তব্য করার সময় সংবাদ সম্মেলেন সুবাহর আইনজীবী, তাদের বিয়ের ফটোগ্রাফার ও গৃহকর্মীও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার বিষয়ে আইনজীবী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১ (গ) ধারায় বনানী নিউ মডেল থানায় মামলাটি করা হয়েছে ৩ জানুয়ারি। এ ছাড়া আমাদের আরও কিছু অভিযোগ আছে। তা আমরা পরে বলব।’
সুবাহর আরও অভিযোগ, ঝামেলার এক পর্যায়ে রাতের অন্ধকারে গোপনে তার বাসা থেকে ইলিয়াস চলে যান। এ সময় টাকা, গয়না ইত্যাদি নিয়ে যান বলেও দাবি করেছেন সুবাহ। এসবের প্রমাণ সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে বলে জানান তিনি।
অভিনয়শিল্পী সুবাহ বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করত। সে চলে যাওয়ার সময় আমার টাকা-পয়সা, গয়না সব নিয়ে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা-হামলার হুমকি দিচ্ছে।
রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। তবে এখনও তার অভিনীত সিনেমা মুক্তি পায়নি। দবে সুবাহর বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছেন টিভি চ্যানেলে। অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করা একটি নাটক বেশ আলোচিতও হয়েছে।
অন্যদিকে গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি