সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। এ অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয়, সেদিকে নজর রাখবে দুদক। এক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি যেন না থাকে তা লক্ষ্য রাখা হবে। দুর্নীতিবাজদের ছাড় দেয় না দুদক ভবিষ্যতেও দেবে না।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সক্ষমতা বাড়াতে দুদকের সাংগঠনিক কাঠামো বাড়ানো হচ্ছে উল্লেখ করে জহুরুল বলেন, চলতি বছরের জুলাইয়ে দেশের আরও ১৩টি জেলায় কার্যালয় স্থাপন করতে যাচ্ছে কমিশন। এতে জনগণ আরও সহজে দুর্নীতির অভিযোগ দিতে পারবেন এবং দুর্নীতিবাজদের মনে ভীতির সঞ্চার হবে।
তিনি আরও বলেন, বর্তমান ২২টির সঙ্গে নতুনগুলো যুক্ত হলে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয় হবে দুদকের। এতে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত ও জোরদার হবে।
সূত্র : বিডি প্রতিদিন
সাকিব আহমেদ / ০৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি